ডেসিলিয়ন লিখতে এক এর পর ৩৪টি শূন্য বসাতে হয়। একে অন্যভাবে বলা চলে ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন।
Published : 31 Oct 2024, 04:10 PM
গুগলকে বিশাল অঙ্কের জরিমানা করেছে রাশিয়া। বিশ্বের মোট জিডিপির চেয়েও বেশি এই জরিমানার পরিমাণ। ইউটিউবে মস্কোর সমর্থনে প্রচারণা বন্ধ করা ও সরকারপন্থী অ্যাকাউন্ট সরিয়ে নেওয়ায় গুগলকে আড়াই ডেসিলিয়ন ডলার জরিমানা করেছে দেশটির এক আদালত।
চার বছর ধরে জমে থাকা এই জরিমানা প্রতি সপ্তাহেই দ্বিগুণ হয়েছে। ফলে রাশিয়ার আদালতের ক্যালকুলেটরে এই পরিমাণ হয়েছে জরিমানা।
এক এর পর একশটি শূন্য বসালে যে সংখ্যা পাওয়া যায় তা হচ্ছে গুগল। আর রাশিয়ার আদালতের কল্যাণে এবার আরও একটি সংখ্যা সামনে এল, ডেসিলিয়ন। এতে এক এর পর ৩৪টি শূন্য বসাতে হয়। একে অন্যভাবে বলা চলে ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার।
২০২০ সালে রুশ টিভি চ্যানেল ‘সারগ্রাদ’ ও গণমাধ্যম সংস্থা ‘আরআইএ এফএএন’ তাদের ইউটিউব চ্যানেলে গুগলের বিধিনিষেধ সম্পর্কিত মামলায় জয়ী হওয়ার পরে মার্কিন টেক জায়ান্টকে এক লাখ রুবল জরিমানা করেছিল রাশিয়ার আদালত।
গুগলের বিরুদ্ধে এ বিশাল অঙ্কের জরিমানার কথা প্রথম প্রকাশ করে রাশিয়ার রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আরবিসি। সংবাদমাধ্যমটি বলেছে, ইউক্রেইনে রাশিয়ার আক্রমণকে সমর্থন করার কারণে গুগল ২০২২ সালে অন্যান্য রুশ মিডিয়া আউটলেটকেও নিষিদ্ধ করে। সে ‘অপরাধে’র জরিমানাও যোগ হয়েছে এতে।
গত বছর গুগলের বৈশ্বিক আয় ছিল ৩০ হাজার ৬০০ কোটি ডলার। গত মাসে রাশিয়ান ব্যবহারকারীদের জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি সীমিত করার পাশাপাশি এ বছরের অগাস্টে দেশটিতে অ্যাডসেন্স অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করেছে প্রযুক্তি জায়ান্টটি।
রাশিয়ার বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞার অংশ হিসেবে ২০২২ সালের মার্চ থেকে দেশটির গুগল ব্যবহারকারীদের ডিসপ্লেতে অনলাইন বিজ্ঞাপন পৌঁছেনি বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এ বিধিনিষেধের ফলে রাশিয়ার আদালত গুগলের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে। এর পরপরই মার্কিন কোম্পানিটির রাশিয়ান অংশ নিজেকে দেউলিয়া ঘোষণা করে। তবে সেখানে ইউটিউব ও সার্চ’সহ গুগলের বিনামূল্যের বিভিন্ন পরিষেবা চালু আছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পাওয়া গুগলের সর্বশেষ তৃতীয় প্রান্তিকের ফলাফলে রাশিয়ায় নিজেদের চলমান আইনি নানা সমস্যার কথা স্বীকার করেছে কোম্পানিটি।
“রাশিয়ার সঙ্গে আমাদের নানা আইনি সমস্যা চলছে,” বলেছে গুগল।
“তবে আমাদের বিশ্বাস, এই চলমান বিভিন্ন আইনি সমস্যা আমাদের উপর তেমন কোনও প্রভাব ফেলবে না।”
এ জরিমানা গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট-এর উপরও কোনও প্রভাব ফেলেনি। কারণ, তৃতীয় প্রান্তিকের আয়ে অ্যালফাবেট-এর শেয়ার মূল্য বেড়েছে পাঁচ শতাংশেরও বেশি।