ডিপসিক-এর সম্ভাব্য প্রভাব নিয়ে ‘ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’ বা জাতীয় নিরাপত্তা পরিষদ এই পর্যালোচনায় নেতৃত্ব দিচ্ছে।
Published : 29 Jan 2025, 05:51 PM
ডিপসিক এআইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় নিরাপত্তা ঝুঁকি খতিয়ে দেখছে হোয়াইট হাউজ।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, চীনে তৈরি এআই অ্যাপ ডিপসিক নিয়ে জাতীয় নিরাপত্তা উদ্বেগ পর্যালোচনা করছেন মার্কিন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের এআইভিত্তিক বিভিন্ন কোম্পানির ওপর ডিপসিক-এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে উদ্বেগের কারণে দেশটির ‘ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’ বা জাতীয় নিরাপত্তা পরিষদ এই পর্যালোচনায় নেতৃত্ব দিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
ডিপসিক-এর বিকাশের সঙ্গে কোনও মেধা সম্পত্তি চুরি হয়েছে কি না এমন উদ্বেগ প্রকাশ করেছেন হোয়াইট হাউজের উপদেষ্টা ডেভিড স্যাকস, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ‘ডিস্টিলেশন’ নামে পরিচিত এক কৌশলের সঙ্গে জড়িত এ বিষয়টি।
এমন কিছু ঘটলে মার্কিন বিভিন্ন এআই কোম্পানি পাল্টা ব্যবস্থা নিতে পারে বলেও সতর্ক করেছেন ডেভিড।
এদিকে, গোটা বিশ্বে প্রযুক্তিখাতের শেয়ারে ধস নামিয়েছে ডিপসিক-এর সাশ্রয়ী মূল্যের বিভিন্ন এআই মডেল।
রয়টার্স লিখেছে, ওপেনএআই ও অ্যালফাবেটের মতো মার্কিন প্রযুক্তি জায়ান্টদের সঙ্গেও প্রতিযোগিতা করবে এটি।
এরইমধ্যে চীনে এআই হার্ডওয়্যার রপ্তানি সীমিত করার জন্য বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ও।