“সিদ্ধান্তটি সংগ্রহ করা তথ্য ও প্রমাণের ভিত্তিতে নেওয়া, যা পর্যালোচনা করেছে কানাডা’র নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থা’সহ সরকারের অন্যান্য সহযোগীরা।”
Published : 08 Nov 2024, 01:50 PM
‘জাতীয় নিরাপত্তা ঝুঁকি’কে কারণ দেখিয়ে টিকটক ও এর মালিক কোম্পানি বাইটড্যান্সকে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে কানাডা।
ফলে, কোম্পানিটি কানাডা থেকে ‘তল্পিতল্পা গুটিয়ে নিতে বাধ্য হবে’, যদিও কানাডীয় সরকার এখনও টিকটক অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেনি।
“বাইটড্যান্স সংশ্লিষ্ট সুনির্দিষ্ট কয়েকটি জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিরসনে কানাডার সরকার টিকটক টেকনোলজি কানাডা’র বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে,” এক বিবৃতিতে বলেছেন কানাডার ‘মিনিস্টার অফ ইনোভেশন, সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেইন।
“সিদ্ধান্তটি সংগ্রহ করা তথ্য ও প্রমাণের ভিত্তিতে নেওয়া, যা পর্যালোচনা করেছে কানাডা’র নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থা’সহ সরকারের অন্যান্য সহযোগীরা।”
কানাডা সরকার এক বিবৃতিতে বলেছে, টিকটকে ক্র্যাকডাউনের আগে দেশটির বিভিন্ন গোয়েন্দা সংস্থার ‘একাধিক স্তরের জাতীয় নিরাপত্তা রিভিউ প্রক্রিয়া’ অনুসরণ করেছে।
দেশটির সম্প্রচারক সংস্থা ‘সিবিসি’ বলছে, এর আগে সরকারি ডিভাইসে অ্যাপটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর বেশ কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রও একটি আইন পাশ করেছে, যার ফলে বিভিন্ন অঙ্গরাজ্যে অ্যাপটি নিষিদ্ধ করার সুযোগ তৈরি হয়েছে।
এমনকি মার্কিন আইনপ্রণেতারা জাতীয় নিরাপত্তা শঙ্কা ও চীনের সঙ্গে অ্যাপের সংশ্লিষ্টতা থাকার বিষয়টিও উল্লেখ করেছেন। এমনকি আইনটির বিরুদ্ধে লড়তে গিয়েও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে টিকটক।
টিকটকের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, কোম্পানি কানাডার এ আদেশের বিরুদ্ধেও চ্যালেঞ্জ করবে।
“টিকটকের কানাডীয় দপ্তরগুলো বন্ধ করা ও শত শত স্থানীয় কর্মসংস্থান ধ্বংস করা কোনো পক্ষের জন্যেই হিতকর নয়। আজকের এ আদেশটি সে কাজটিই করবে,” বলেন ওই মুখপাত্র।
“আমরা আদালতে এ আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করব। টিকটক প্ল্যাটফর্মটি কনটেন্ট নির্মাতাদের জন্য উন্মুক্ত থাকবে, যার মাধ্যমে তারা নিজ নিজ দর্শক খুঁজে পাওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যবসাও সমৃদ্ধ হওয়ার নতুন উপায় মিলবে।”