“তারা অনুসন্ধান চালিয়ে দেখেছে, এইসব অভিজ্ঞতা কোনও পরিবর্তন ছাড়াই ভিআর-এ ভালভাবে চলে। ফলে, রোবলক্স ভিআর লাইব্রেরির জন্য প্রথম দিন থেকেই তারা বিভিন্ন চমকপ্রদ কনটেন্ট বানাচ্ছে।”
Published : 14 Jul 2023, 06:09 PM
শিগগিরই মেটার ভিআর হেডসেট ‘কোয়েস্ট’-এ চালু হবে জনপ্রিয় অনলাইন গেইমিং প্ল্যাটফর্ম রোবলক্স।
মেটার ব্লগ পোস্ট অনুসারে, রোবলক্সের বেটা সংস্করণ চালু হতে পারে ‘আসন্ন সপ্তাহগুলোর’ মধ্যে। এই সংস্করণ খেলা যাবে ‘কোয়েস্ট ২’ ও ‘কোয়েস্ট প্রো’ ডিভাইসে। মেটা আরও বলছে, আসন্ন ‘কোয়েস্ট ৩’ হেডসেট নিয়েও কাজ করবে রোবলক্স।
“ডিফল্ট প্লেয়ার স্ক্রিপ্ট’ ব্যবহার করে রোবলক্স স্বয়ংক্রিয়ভাবে কয়েকটি অভিজ্ঞতা দেখিয়েছে।” --লিখেছে মেটা।
“তারা অনুসন্ধান চালিয়ে দেখেছে, এইসব অভিজ্ঞতা কোনও পরিবর্তন ছাড়াই ভিআর-এ ভালোভাবে চলে। ফলে, রোবলক্স ভিআর লাইব্রেরির জন্য শুরু থেকেই তারা বিভিন্ন চমৎকার কনটেন্ট বানাচ্ছে।”
রোবলক্স বলছে, এই মূহুর্তে প্ল্যাটফর্মে বাছাই করার মতো দেড় কোটির বেশি ‘সক্রিয় অভিজ্ঞতা’ আছে। আর কোয়েস্ট সংস্করণে ‘ক্রস-প্ল্যাটফর্ম’ গেইম খেলার সুবিধাও থাকবে। ফলে, ব্যবহারকারী চাইলেই এক্সবক্স, মোবাইল বা ডেস্কটপ সংস্করণের গেইমারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন।
বেশ কিছু সময় ধরেই বিভিন্ন পিসিভিত্তিক হেডসেটে ভিআর অভিজ্ঞতা সমর্থন করে যাচ্ছে রোবলক্স। এর ফলে, ‘অকুলাস রিফট’, ‘এইচটিসি ভাইভ’ ও ‘ভালভ ইনডেক্স’-এর মতো ডিভাইসগুলোয় গেইম খেলার সুবিধা মিলছে। এমনকি কম্পিউটার হেডসেটের সঙ্গে কোয়েস্ট ২ হেডসেটের সংযোগ ঘটিয়ে এই মূহুর্তেও রোবলক্সের বিভিন্ন গেইম খেলা যাবে। তবে, নতুন করে অপ্টিমাইজ করা কোয়েস্ট সংস্করণে গেইম চালানো যাবে আরও সহজে।
পরবর্তীতে এই সংস্করণ মেটার ‘কোয়েস্ট স্টোরে’ থাকবে কেবল একটি অ্যাপ হিসেবে। এর মানে দাঁড়ায়, অনেক গেইমারই রোবলক্সের গেইম খেলতে ভার্চুয়াল রিয়ালিটিতে পাড়ি জমাতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।