নতুন এয়ারপডসের ‘হাই-এন্ড’ সংস্করণে ‘নয়েজ ক্যান্সেলেশন’-এর সুবিধা থাকতে পারে, যা এ মুহুর্তে এয়ারপডস ‘প্রো’ ও সাধারণ মডেলের প্রাথমিক পার্থক্যের জায়গা।
Published : 20 Aug 2024, 02:54 PM
এয়ারপডসের দুটি নতুন সংস্করণ সম্ভবত বাজারে আনার পরিকল্পনা করছে অ্যাপল।
এ বছরের শেষ নাগাদ এ নতুন সংস্করণ দুটি উন্মোচিত হতে পারে, যা শুধু এয়ারপড ৩-ই নয় বরং এয়ারপড ২-এরও জায়গা নেবে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক প্রতিবেদনে। অ্যাপল প্রথম এ শ্রেণির ইয়ারফোন বিক্রি শুরু করেছিল ২০১৯ সালে। এর পর পাঁচ বছর কেটে গেলেও এগুলো এন্ট্রি লেভেল মডেল হিসেবে দামে সাশ্রয়ী।
তবে, এবার নতুন ‘এয়ারপডস ৪’ বাজারে আনার পরিকল্পনা করছে অ্যাপল, যেটির সাশ্রয়ী ও দামী উভয় সংস্করণই থাকবে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছেন ব্লুমবার্গের অ্যাপল বিশ্লেষক মার্ক গারম্যান।
এগুলোর দাম এয়ারপডস প্রো ২ মডেলের মতোই থাকবে, যা অ্যাপলের ইয়ারবাড শ্রেণির মধ্যে সবচেয়ে দামী। এর সবচেয়ে সাম্প্রতিক আপডেট এসেছিল গত বছরের সেপ্টেম্বরে, যেখানে চার্জ দিতে লাইটনিং পোর্ট নয় বরং ইউএসবি-সি পোর্ট বসানো হয়েছে। এর কারণ ছিল, একই সময় ঘোষিত আইফোন মডেলের সঙ্গে মিল রাখা।
অন্যদিকে, এয়ারপডস ৩ বাজারে পাওয়া যাচ্ছে ২০২১ সাল থেকে, যার নকশা অনেকটা এয়ারপডস প্রো’র মতো। আর এতে স্পাশিয়াল অডিও’র মতো বেশ কিছু হাই-এন্ড ফিচার থাকলেও ‘নয়েজ ক্যান্সেলেশন’-এর সুযোগ মিলবে না বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।
নতুন এয়ারপডসের ‘হাই-এন্ড’ সংস্করণে ‘নয়েজ ক্যান্সেলেশন’-এর সুবিধা থাকতে পারে, যা এ মুহুর্তে এয়ারপডস ‘প্রো’ ও সাধারণ মডেলের প্রাথমিক পার্থক্যের জায়গা।
এয়ারপডস ২’তে এখনও অ্যাপলের পুরোনো নকশা আছে, যেখানে একটি লম্বা কেইস থাকে ও ইয়ারফোনের মাথা একেবারে কানে এটে যায়। তবে, এতে পানি নিরোধী সুবিধার মতো আধুনিক ফিচার নেই। আর এর ব্যাটারির আয়ুও অনেক কম।
প্রতিবেদন অনুসারে, এদের জায়গা নেবে নতুন এয়ারপডস ৪-এর সাশ্রয়ী সংস্করণ। তবে, এতে কী ধরনের আপডেট আসতে পারে, সে সম্পর্কে কোনো তথ্য মেলেনি। এয়ারপডসের প্রচলিত সংস্করণে এখনও লাইটনিং পোর্ট ব্যবহার করা হলেও অন্যান্য পুরোনো প্রযুক্তি আপডেট করার পাশাপাশি এর থেকেও বেরোনোর উপায় খুঁজছে অ্যাপল।