অ্যামাজন বলেছে, প্যানকেকের রেসিপি হিসেবে ইয়র্কশায়ার পুডিং ও বানানা ব্রেডের নাম সবচেয়ে বেশিবার জানতে চাওয়া হয়েছে অ্যালেক্সা’র কাছে।
Published : 10 Dec 2024, 05:12 PM
এ বছর টেইলর সুইফটের উচ্চতা, বিটকয়েনের মূল্য ও প্রভাবশালী ইউটিউবার মিস্টারবিস্টের নাম উঠে এসেছে ভার্চুয়াল সহকারী অ্যালেক্সা’র কাছে জিজ্ঞাসা করা সবচেয়ে বেশি প্রশ্নের মধ্যে।
যুক্তরাজ্যের অনেক পরিবারের কাছেই প্রধান হয়ে উঠেছে বিভিন্ন ধরনের ভার্চুয়াল সহকারী, যেখানে প্রশ্ন করার মাধ্যমে কম সময়ে অনেক বিষয় সম্পর্কে জেনে নিতে পারেন ব্যবহারকারীরা।
যুক্তরাজ্যের ভার্চুয়াল সহকারী হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে অ্যালেক্সা, যার মূল কোম্পানি অ্যামাজন। ২০২৪ সালে অ্যালেক্সা’কে করা শীর্ষ কয়েকটি প্রশ্ন ও অনুরোধের কথা প্রকাশ করেছে কোম্পানিটি। যেমন– ‘মার্কিন পপ তারকা সুইফটের উচ্চতা ও বয়স কত?’, ‘বিটকয়েনের মূল্য কত?’ ‘পৃথিবীর জনসংখ্যা কত?’ ও ‘এআই বলতে কী বোঝায়’"।
টেক জায়ান্টটি বলেছে, সুইফটের রেকর্ড ব্রেকিং ‘এরাস ট্যুরে’র কনসার্ট বছরজুড়েই চলেছে। একইসঙ্গে সেলিব্রিটিভিত্তিক প্রশ্নের তালিকার একেবারে শীর্ষে রয়েছে সুইফটের উচ্চতা ও বয়স সম্পর্কিত নানা প্রশ্ন।
সবচেয়ে বেশিবার বাজানো পাঁচটি অ্যালবামের মধ্যেও শীর্ষে রয়েছে সুইফটের তিনটি অ্যালবাম। একইসঙ্গে আলেক্সা ও অ্যামাজন মিউজিকের মাধ্যমে শীর্ষ শিল্পীর খেতাবও পেয়েছেন তিনি।
নেট সম্পদের প্রশ্নে মার্কিন ধনকুবের ইলন মাস্কের পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে আছেন সুইফট। এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মিস্টারবিস্ট, যার আসল নাম জেমস ডোনাল্ডসন।
২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত অ্যামাজনের বার্ষিক পরিসংখ্যান অনুসারে, সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্ন জনপ্রিয় ছিল অ্যালেক্সা ব্যবহারকারীদের কাছে। বিশেষ করে বিটকয়েনের মূল্য ও পৃথিবীর জনসংখ্যা সম্পর্কিত প্রশ্ন এ বছরে সবচেয়ে বেশি জানতে চাওয়া প্রশ্নগুলোর মধ্যে অন্যতম।
বছরের সবচেয়ে জনপ্রিয় খেলাধুলা সম্পর্কিত প্রশ্নের মধ্যে অন্যতম ‘ইংল্যান্ড ম্যাচ কখন শুরু হবে?’। এমনকি গ্রীষ্মে ইংল্যান্ডের পুরুষ দল ইউরো ২০২৪-এর ফাইনালে পৌঁছেছে কি না, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি’র বিভিন্ন ম্যাচের স্কোর কত – এ সম্পর্কেও অ্যালেক্সা’র কাছে আপডেট জানতে চেয়েছেন ব্যবহারকারীরা।
রান্নাঘরের সহকারী হিসাবে অ্যালেক্সা ব্যবহারের বিষয়টি ২০২৪ সালে ব্যবহারকারীদের কাছে আরেকটি বড় প্রবণতা ছিল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
অ্যামাজন বলেছে, প্যানকেকের রেসিপি হিসেবে ইয়র্কশায়ার পুডিং ও বানানা ব্রেডের নাম সবচেয়ে বেশিবার জানতে চাওয়া হয়েছে অ্যালেক্সা’র কাছে।
কেক পপস, হলউমি স্টাফড মরিচ ও আম আইসক্রিমের মতো বিভিন্ন রেসিপিও রান্না বিষয়ক প্রশ্নে জায়গা করে নিয়েছে অ্যালেক্সা’র শীর্ষ দশে।