৩০০ কোটি টাকার বন্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন করল লংকাবাংলা ফাইন্যান্স

এর মধ্য দিয়ে চতুর্থ বন্ড ইস্যু সম্পন্ন করল কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2023, 11:50 AM
Updated : 30 April 2023, 11:50 AM

পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৩০০ কোটি টাকার নন-কনভার্টিবল জিরো কুপন বন্ডের সাবস্ক্রিপশন সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসই) অনুমোদন সাপেক্ষে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড ইস্যু করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, একাধিক ব্যক্তি বিনিয়োগকারী, কর্পোরেট, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচুয়াল ফান্ড, পেনশন ও গ্র্যাচুয়িটি ফান্ড এ বন্ড সাবস্ক্রিপশন করে। এ বন্ড ইস্যুর মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্স চতুর্থ বন্ড ইস্যু সম্পন্ন করল।

সবশেষ বন্ডটিতে ট্রাস্টি হিসেবে আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেড এবং লিড অ্যারেঞ্জার হিসেবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড দায়িত্ব পালন করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।