পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ানসহ একাধিক রিসোর্ট পরিচালনা করে থাকে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটি।
Published : 30 Dec 2024, 05:49 PM
বিগত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে বেস্ট হোল্ডিংসের লিমিটেড।
সোমবার সকালে রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ৩০ জুন শেষ হওয়া বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশ করা ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন পেয়েছে সভায়। কোম্পানির চেয়ারম্যান আমিন আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ঢাকার পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ানসহ একাধিক রিসোর্ট পরিচালনা করে থাকে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি বেস্ট হোল্ডিংস।
কোম্পানিটির এমডি হাসান আহমদ বলেন, “দেশের পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির তালিকাভুক্ত হওয়াটি শুধুমাত্র কোম্পানিটির জন্যই একটি উল্লেখযোগ্য মাইলফলক ছিল না, আমাদের সম্মানিত শেয়ার হোল্ডারদের জন্যও এটি একটি উল্লেখযোগ্য অর্জন।”