২ মিউচুয়াল ফান্ড অনুমোদন

আরও নতুন দুটি মিউচুয়াল ফান্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2022, 12:29 PM
Updated : 28 June 2022, 12:29 PM

মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় বেমেয়াদি এজ আল-আমিন শরীয়াহ মিউচুয়াল ফান্ড এবং মেয়াদি আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডকে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজ আল আমিন শরীয়াহ মিউচুয়াল ফান্ডে আকার হবে ২৫ কোটি টাকা।

নতুন এ ফান্ডে আড়াই কোটি টাকা দেবে উদ্যোক্তা প্রতিষ্ঠান এজ এএমসি লিমিটেড। বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে উত্তোলন করা হবে।

এটির প্রতিটি ইউনিটের দাম হবে ১০ টাকা।

ফান্ডটির ট্রাস্টি হিসেবে আছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংক লিমিটেড।

অপরদিকে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের আকার হবে ১০০ কোটি টাকা।

এ ফান্ডে ৫০ কোটি টাকা দেবে উদ্যোক্তা প্রতিষ্ঠান ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)। ২০ কোটি টাকা দেবে আরেক উদ্যোক্তা প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (আইসিবি এএমসিএল)। এছাড়া ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসবি) দিয়েছে ৫ কোটি টাকা।

বাকি ২৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে উত্তোলন করা হবে।

এ মিউচুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের দাম হবে ১০ টাকা।

ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল)।

আর ট্রাস্টি হিসেবে আছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংক লিমিটেড।