অনলাইনে তৎক্ষণাৎ শেয়ার লেনদেনের সুবিধা আনছে আইডিএলসি সিকিউরিটিজ

ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে পুঁজিবাজারে শেয়ার লেনদেনের আদেশ তৎক্ষণাৎ দেওয়ার সুবিধা আনতে যাচ্ছে আইডিএলসি সিকিউরিটিজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2022, 01:34 PM
Updated : 20 June 2022, 01:34 PM

এ বিষয়ে সম্প্রতি ব্রোকারেজ হাউজটি ডিরেক্ট এফএনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন, ডিরেক্ট এফএনের বিজনেস হেড প্রিমাল সিলভা, ডিরেক্ট এফএন’র লোকাল ডিস্ট্রিবিউটিং পার্টনার ম্যাগনাস কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরমান আহমেদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন, ডিএমডি আসিফ সা'দ বিন শামস, মহাব্যবস্থাপক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মীর তারিকুজ্জামান।