পুঁজিবাজার: সপ্তাহ শুরু তেজিভাবে

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক কেটে দেশের পুঁজিবাজারে চাঙ্গাভাব অব্যাহত আছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2022, 11:23 AM
Updated : 13 March 2022, 11:23 AM

সপ্তাহের শুরুর দিন রোববার ঢাকার পুঁজিবাজারে প্রায় পৌনে তিনশ শেয়ারের দাম বাড়লে সূচকের ঊত্থানে প্রায় সেঞ্চুরি হয়েছে।

এদিন লেনদেনের শুরুতে প্রধান সূচক ডিএসইএক্স যেখানে ৬ হাজার ৬৬৬৮ দশমিক ১৫ পয়েন্টে ছিল; দিন শেষে তা ৯৭ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৬৫ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫৩ দশমিক ১৮ পয়েন্ট হয়েছে।

আর ডিএস ৩০ সূচক ৩৮ পয়েন্ট বেড়ে হয়েছে ২ হাজার ৪৬৩ দশমিক ১৯ পয়েন্টে।

সূচক ঊর্ধ্বমুখী থাকলেও এদিন কিছুটা কমেছে লেনদেনের পরিমাণ। দিন শেষে হাতবদল হয়েছে ৯৯৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার, যেখানে আগের দিন এর পরিমাণ ছিল এক হাজার ৬১ কোটি ২০ লাখ টাকা।

ইউক্রেইনে যুদ্ধের জেরে বিশ্ব বাজারে অস্থিরতার প্রভাবে টানা দরপতন হচ্ছিল দেশের পুঁজিবাজারে। যুদ্ধ শুরুর পর আট কার্যদিবসে ডিএসইএক্স হারায় প্রায় ৫০০ পয়েন্ট।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২০০৮ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেলে ১১ মাসের মধ্যে সবচেয়ে বড় পতনও দেখে ঢাকার বাজার।

এমন পরিস্থিতিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পতন ঠেকাতে উদ্যোগ নেওয়ার পর গত মঙ্গলবার বড় পতন কাটিয়ে সূচক সামান্য বাড়ে। পরদিন থেকে শুরু হওয়া তেজিভাব এ সপ্তাহের শুরুতেও অব্যাহত আছে।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৭৩টির, কমেছে ৮৭টির; আর অপরিবর্তিত রয়েছে ২০টির।

লেনদেনের শীর্ষ ১০

বেক্সিমকো লি., বিবিএস, বিডি কম, ড্রাগন সোয়েটার, ওরিয়ন ফার্মা, অগ্নি সিস্টেম, বিএসসি, একমি পেস্টিসাইডস, ইয়াকিন পলিমার ও ফরচুন সুজ।

দাম বাড়ার শীর্ষ ১০

এস আলম কোল্ড রোল্ড, বিডি কম, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, অ্যাডভেন্ট ফার্মা, ভিএফএস, বিবিএস, ফু-ওয়াং ফুড, এএফসি অ্যাগ্রো, এসএস স্টিল ও বিডি থাই।

দর হারানো শীর্ষ ১০

ইউনাইটেড ইন্সুরেন্স, লিবরা ইনফিউশন, তমিজউদ্দিন টেক্সটাইল, লিন্ডে বিডি, আনোয়ার গ্যালভানাইজিং, জেনেক্স ইনফোসিস, এপেক্স স্পিনিং, জিল বাংলা সুগার, তাক্কাফুল ইন্সুরেন্স ও প্রাইম ইন্সুরেন্স।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতেও সূচক ও লেনদেন বেড়েছে।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ২৩৮ দশমিক ১০ পয়েন্ট বা ১ দশমিক ২২ শতাংশ বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৭৯৯ দশমিক ৬৭ পয়েন্টে।

রোববার এ বাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে ৩২ দশমিক ৪৭ শতাংশ। এদিন মোট ৪১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৭ কোটি ৯৭ লাখ টাকা।

সিএসইতে ২৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১১টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দর।