লাফার্জহোলসিমের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2022, 11:30 AM
Updated : 1 Feb 2022, 11:30 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয় ২০২১ সালের জন্য কোম্পানিটি এই লভ্যাংশ ঘোষণা করেছে।

২৫ শতাংশ নগদ লভ্যাংশ মানে লাফার্জের বিনিয়োগকারীরা প্রতি শেয়ারে ২ টাকা ৫০ পয়সা করে পাবেন।

২০২১ সালে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড প্রতি শেয়ারে ৩ টাকা ৩৪ পয়সা মুনাফা করেছে। আগের বছর এই সময় তাদের প্রতি শেয়ারে মুনাফা ছিল ২ টাকা ৩ পয়সা।

এই সময়ে লাফার্জের শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ বেড়েছে। ২০২১ সালে তাদের প্রতি শেয়ারে নগদ অর্থ প্রবাহ হয়েছে ৫ টাকা ২৩ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৯১ পয়সা।

২০২১ সালে কোম্পানিটির প্রতি শেয়ারে বাজারের সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৪ পয়সা, আগের বছর যা ছিল ১৪ টাকা ৮৯ পয়সা।  

২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০১৯ অর্থবছরে লাফার্জহোলসিম ১৭৩ কোটি ৭৫ লাখ টাকা মুনাফা করেছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ১ টাকা। পরের অর্থবছরে মুনাফা হয় ২৩৬ কোটি ১৪ লাখ টাকা। লভ্যাংশ দেওয়া হয় ১ টাকা।

পুঁজিবাজারে এ কোম্পানির ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৬৪ দশমিক ৬৮ শতাংশ আছে পরিচালকদের হাতে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ১৫ দশমিক ৯১ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে দশমিক ৬৯ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৮ দশমিক ৭২ শতাংশ শেয়ার।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডর বর্তমান বাজার মূলধন ৮ হাজার ৮২৬ কোটি ৪৪ লাখ টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৫৬৭ কোটি ৫৩ লাখ টাকা।

এছাড়া মঙ্গলবার প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০২১ সালে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আর বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ অন্তর্বর্তীকালীন এক শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।