ইউসিবি তাকওয়া ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ড নামে একটি মেয়াদহীন মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2022, 03:29 PM
Updated : 20 Jan 2022, 03:29 PM

বৃহস্পতিবার কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩৫ কোটি টাকা, যার মধ্যে উদ্যোক্তার অংশ ৫ কোটি টাকা। বাকি ৩০ কোটি বিনিয়োগকারীদের জন্য রাখা হয়েছে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।

মিউচুয়াল ফান্ডটির উদ্যোক্তা হিসেবে রয়েছে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড নামের একটি কোম্পানি।

ইউসিবি তাকওয়া গ্রোথ ফান্ড সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে রয়েছে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ব্রাক ব্যাংক লিমিটেড।