মুনাফা কমায় দাম কমল ওয়ালটনের শেয়ারের

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ তাদের দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের তুলনায় কম মুনাফা পেয়েছে, যার প্রভাব পড়েছে শেয়ার দরে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2022, 09:47 AM
Updated : 20 Jan 2022, 12:24 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এ কোম্পানি ২০২১-২০২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ার প্রতি মুনাফা দেখিয়েছে ৫ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময় মুনাফা ছিল ৮ টাকা ৫ পয়সা।

ছয় মাসের হিসাবে, অর্থাত্ জুলাই-ডিসেম্বর সময়ে ওয়ালটন শেয়ার প্রতি মুনাফা করেছে ১৪ টাকা ৭৩ পয়সা। আগের বছর এই সময় তাদের শেয়ার প্রতি মুনাফা ছিল ২১ টাকা ৪৮ পয়সা।

সেই হিসাবে ছয় মাসে প্রকৌশল খাতের এই কোম্পানির শেয়ার প্রতি মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় কমেছে ৬ টাকা ৭৫ পয়সা বা ৩১ দশমিক ৪২ শতাংশ।

এদিকে মুনাফা কমার খবরে ওয়ালটনের শেয়ারের দর পড়ে গেছে।

বুধবার ওয়ালটনের শেয়ার ১ হাজার ১৩২ টাকা ৭০ পয়সায় লেনদেন হচ্ছিল। বৃহস্পতিবার তা ৪১ টাকা ৯০ পয়সা কমে ১ হাজার ৯০ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়।

২০২০ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ওয়ালটন। পুঁজিবাজারে এ কোম্পানির ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি শেয়ার আছে। এর মধ্যে ৯৯ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে দশমিক ৩৪ শতাংশ, বিদেশিদের হাতে আছে দশমিক ১৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে দশমিক ৫০ শতাংশ শেয়ার আছে।

ওয়ালটনের বর্তমান বাজার মূলধন ৩৪ হাজার ৩১২ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯৩ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৯ হাজার ৪২ কোটি ৯০ লাখ টাকা।