সূচক বেড়ে সপ্তাহ শেষ

সপ্তাহের শেষ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2021, 12:34 PM
Updated : 28 Oct 2021, 12:34 PM

বৃহস্পতিবার দিন শেষে সূচক প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দশমিক ৭২ শতাংশ ও চট্টগ্রামে দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। 

প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৫০ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৭২ শতাংশ বেড়ে ৭ হাজার ৬২ দশমিক ৩৬ পয়েন্টে অবস্থান করছে।

এই বাজারে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ১৫ দশমিক ১৮ শতাংশ বা ২২৭ কোটি ২২ লাখ টাকা বেড়েছে।

ঢাকায় এদিন একহাজার ৭২৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৪৯৭ কোটি ২৬ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে থাকা ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৫ শতাংশের দাম কমেছে। এর বিপরীতে ৫৯ শতাংশের দাম বেড়েছে ও অপরিবর্তিত রয়েছে ৬ শতাংশ কোম্পানির শেয়ারের দাম।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক শূণ্য ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৯ দশমিক ৩৯ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৫ দশমিক ৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৩৮ দশমিক ৯১ পয়েন্টে।

লেনদেনে শীর্ষ ১০

বেক্সিমকো , আইএফআইসি, মালেক স্পিনিং, ওরিয়ন ফার্মা, সাইফ পাওয়ার, বিএটিবিসি, ডেল্টা লাইফ, ফরচুন সুজ, এনআরবিসি ব্যাংক ও হামিদ ফেব্রিক্স। 

দরবৃদ্ধিতে শীর্ষ ১০

হামিদ ফেব্রিক্স, মালেক স্পিনিং, আরগন ডেনিমস, তসরিফা ইন্ডাঃ, এইচআর টেক্স, সায়হাম কটন, ইসকোয়ার নিটিং, সায়হাম টেক্স, এএফসি অ্যাগ্রো ও সিমটেক্স।

দরপতনে শীর্ষ ১০

ওয়াই ম্যাক্স, কেপিপিএল, স্টাইলক্র্যাফট, মেঘনা পেট, সাভার রিফ্রেক্টরিজ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বীচ হ্যাচারী, জুট স্পিনারস, ইউনাইটেড পাওয়ার ও জেমীনি সী ফুড।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৭৫ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬২৮ দশমিক ৯১ পয়েন্টে।

বৃহস্পতিবার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৪৮ দশমিক ৩৬ শতাংশ বা ২০ কোটি ৭৬ লাখ টাকা বেড়েছে।

এদিন মোট ৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪২ কোটি ৯২ লাখ টাকা।

সিএসইতে ২৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর।