পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2021, 11:39 AM
Updated : 13 Sept 2021, 11:39 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ বেড়ে ৭ হাজার ২১৮ দশমিক শূন্য ৫ পয়েন্টে দিন শেষ করেছে।

এদিন লেনদেনের প্রথম ২০ মিনিটে ডিএসই সূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে গিয়েছিল। এরপর ক্রমাগত বেড়ে সাড়ে তিন ঘণ্টার মাথায় আগের দিনের তুলনায় ৫০ পয়েন্ট বেড়ে যায়। তবে দিন শেষে তা কিছুটা নেমে আসে।

ঢাকার বাজারে এদিন লেনদেন আগের দিনের তুলনায় ২৪ দশমিক ৬৬ শতাংশ বা ৬৬৭ কোটি ৮৭ লাখ টাকা কমেছে।

মোট ২ হাজার ৪০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ডিএসইতে, যা আগের কর্মদিবসে ২ হাজার ৭০৮ কোটি ৪০ লাখ টাকা ছিল।

সোমবার ৫০ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৮৯টির দর বেড়েছে, ১৪৩টির কমেছে এবং ৪৩টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭৮ দশমিক ৮৩ পয়েন্ট হয়েছে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৯৫ পয়েন্ট কমে হয়েছৈ ২ হাজার ৬৩৫ দশমিক ১৫ পয়েন্ট।

লেনদেনের শীর্ষ ৫ কোম্পানি: বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ন্যাশন্যাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স, এনআরবি কমার্শিয়াল ব্যাংক এবং বিএটিবিসি।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ৫ কোম্পানি: মেট্রো স্পিনিং, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দেশ বন্ধু পলিমার এবং কোহিনূর ক্যামিক্যাল।  

সবচেয়ে বেশি দর হারানো ৫ কোম্পানি: আইসিবি, ওয়ালটন, বার্জার, ফু-ওয়াং ফুডস লিমিটেড এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই সোমবার ৪৪ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ২১ হাজার ২৯ দশমিক ৩৬ পয়েন্ট হয়েছে।

এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৪০ দশমিক ৯৯ শতাংশ বা ৪৬ কোটি ৮৩ লাখ টাকা কমেছে।

মোট ৬৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১১৪ কোটি ২৭ লাখ টাকা।

সিএসইতে ৩২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে, যার মধ্যে ১৬৪টির দর বেড়েছে, ১৩২টির কমেছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।