রেকর্ডের সপ্তাহে ডিএসই সূচক বাড়ল ৪ শতাংশ

সূচকের সঙ্গে লেনদেনে চাঙ্গাভাব নিয়েই সপ্তাহ শেষ করেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2021, 11:19 AM
Updated : 9 Sept 2021, 11:19 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এর ঘরে যোগ হয়েছে ৬২ পয়েন্ট। আর পুরো সপ্তাহে এ সূচক ২৭৮ পয়েন্ট বেড়েছে।

গত সপ্তাহের বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন শেষ হয়েছিল সূচকে ৬ হাজার ৯৮১ পয়েন্ট নিয়ে। এক সপ্তাহে ৩ দশমিক ৯৮ শতাংশ বেড়ে বৃহস্পতিবার ডিএসইএক্স ৭ হাজার ২৫৯ পয়েন্ট পৌঁছেছে।   

দিনের লেনদেনের শুরুর ২৫ মিনিটের মধ্যে ডিএসই সূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে যায়। তবে এরপর সূচক উঠতে থাকে, দিন শেষে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬২ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ বেড়ে যায়।

২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স গণনা শুরুর পর গত রোববার প্রথমবারের মত তা সাত হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়ে যায়। বৃহস্পতিবারও তা এ যাবৎকালের সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

ডিএসইর বাজার মূলধন বেড়ে এখন ৫ লাখ ৮৬ হাজার ৩১৮ কোটি টাকা হয়েছে, যা ইতিহাসের সর্বোচ্চ।

এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৫ দশমিক ৫২ শতাংশ বা ১৪১ কোটি ৫ লাখ টাকা বেড়েছে। বৃহস্পতিবার হাতবদল হয়েছে ২ হাজার ৬৯৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার, যা আগের কর্মদিবসে ২ হাজার ৫৫৫ কোটি ৫৩ লাখ টাকা ছিল।

ঢাকার বাজারে ৪৭ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এদিন। লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৭৭টির দর বেড়েছে, ১৭৭টির কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯২ দশমিক ৩১ পয়েন্ট হয়েছে। আর ডিএস৩০ সূচক ৩৩ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে পৌঁছে ২ হাজার ৬৪৭ দশমিক ১৪ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি: স্কয়ারফার্মা, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, বিএটিবিসি, মেঘনালাইফ, ন্যাশনাল হাউজিং, বিবিএস কেবলস, সাইফ পাওয়ারটেক লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানি: মেঘনালাইফ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল হাউজিং, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, কহিনুর কেমিকেল, এগ্রিকালচার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, পদ্মা লাইফ ইন্সুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল।

সবচেয়ে বেশি দর হারানো ১০ কোম্পানি: মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, ইমাম বাটন, ইমাম বাটন, সাফকো স্পিনিং, তাল্লু স্পিনিং, অ্যালটেক্স, হা ওয়েল টেক্সটাইল, দুলামিয়া কটন এবং প্রিমিয়ার লিজিং।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচক ও লেনেদেন বেড়েছে। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৫২ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে হয়েছে ২১ হাজার ১৩১ দশমিক ৩৯ পয়েন্ট।

সিএসইতে লেনদেন বেড়েছে আগের দিনের তুলনায় ১৪ দশমিক ৫৫ শতাংশ বা ১২ কোটি ২৯ লাখ টাকা। মোট ৯৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার এদিন লেনদেন হয়েছে, যা আগের দিন ৮৪ কোটি ৪৫ লাখ টাকা ছিল।

সিএসইতে ৩৩২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৪৪টির দর বেড়েছে, ১৬৭টির কমেছে এবং ২১টির দর অপরিবর্তিত রয়েছে।