ডিএসইতে সূচকের সঙ্গে বাজার মূলধনেও রেকর্ড

সপ্তাহের প্রথম দিন সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2021, 12:37 PM
Updated : 5 Sept 2021, 12:38 PM

রোববার দিনের লেনদেন শুরুর দুই ঘণ্টার মাথায় প্রধান বাজার ডিএসইর সূচক সূচক ৮১ শতাংশ বেড়ে যায়।

তবে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৭১ দশমিক ৭৬ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৩ শতাংশ বেড়ে ৭ হাজার ৫২ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে।

এতে ডিএসই সূচক ৭ হাজার পয়েন্ট অতিক্রম করে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স গণনা শুরুর পর এই সূচক সর্বোচ্চ।

সূচকের মত রোববার ডিএসইর বাজার মূলধন বেড়ে ৫ লাখ ৬৯ হাজার ২৮৪ কোটি ৩৬ লাখ টাকা হয়েছে, যা এযাবত সবচেয়ে বেশি।

ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী বলেন, “বছরখানেক আগে বাংলাদেশের পুঁজিবাজারের সূচক ৩ হাজার ৬০৪ পয়েন্ট ছিল। সেটা প্রায় এক বছরের মধ্যে প্রায় ৯৫ থেকে ৯৮ শতাংশ বেড়েছে। শুধু বাংলাদেশ নয়, করোনাভাইরাসের মধ্যে পৃথিবীর সব দেশেই পুঁজিবাজার ভাল করেছে।”

তবে বাংলাদেশের পুঁজিবাজার ভালো হওয়ার পেছনে বেসরকারি খাতে বিনিয়োগ কমার প্রভাব, সুদের নিম্ন হার, বাজারে এখন মানুষের আস্থা বৃদ্ধির অবদান রয়েছে বলে মনে করেন লালী।

তিনি বলেন, “সব মিলিয়ে পুঁজিবাজারে সূচক বেড়েছে। এখন দেশের পুঁজিবাজার বেশ ভাল অবস্থায় আছে। কোনো ধরনের হস্তক্ষেপ না হলে এটা ভাল হতে থাকবে।”

রোববার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ১৫ দশমিক ৯৩ শতাংশ বা ৩৯৪ কোটি ৮ লাখ টাকা বেড়েছে।

ঢাকায় এদিন ২ হাজার ৮৬৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২ হাজার ৪৭৪ কোটি ৩০ লাখ টাকা।

রোববার বাংলাদেশের প্রধান পুঁজিবাজারে ৫৫ শতাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। 

রোববার এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির এবং কমেছে ১৩০টির। অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫২৮ দশমিক ৬৫ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৩৭ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৩৩ দশমিক ৯৮ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিঃ, লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, লংকবাংলা ফাইন্যান্স, ডোরিন পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, পাওয়ার গ্রীড, আইএফআইসি ব্যাংক, বিএসসিসিএল ও জিএইচপি ইস্পাত।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি

এডিএন টেলিকম, সমতা লেদার, ডোরিন পাওয়ার, ইউনিয়ন ক্যাপিটাল, ডোমিনেজ স্টিল, বিএসসিসিএল, অ্যাপেক্স স্পিনিং, দেশ গার্মেন্টস, অ্যাপেক্স ফুড ও এম্বী ফার্মা।

সবচেয়ে বেশি দর হারানো ১০টি কোম্পানি

এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, ফারইস্ট ইসলামি লাইফ ইন্সরেন্স, পূরবী জেঃ ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মিঃ ফাঃ, বীচ হ্যাচারী, জনতা ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও পদ্ম লাইফ ইন্স্যুরেন্স।  

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক এবং লেনদেন বেড়েছে। 

এই বাজারের প্রধান সূচক সিএএসপিআই ২৩৪ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫৬৩ দশমিক শূণ্য ৯ পয়েন্টে।

রোববার এই বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৭ দশমিক ৮১ শতাংশ বা ৬ কোটি ৯০ লাখ টাকা বেড়েছে।

মোট ৯৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৮৮ কোটি ৩০ লাখ টাকা।

সিএসইতে ৩২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৮টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।