২৫০% নগদ লভ্যাংশ দেবে ওয়ালটন

পুঁজিবাজারে প্রোকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2021, 09:17 AM
Updated : 11 August 2021, 09:17 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েসবাইটে এ তথ্য জানানো হয়।

সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিলেও কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা নেবেন ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ।

কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন শেষ হওয়া ২০২১ অর্থবছরের জন্য এই লভ্যাংশ প্রস্তাব করেছে।

আগামী ২৯ সেপ্টেম্বর সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ৫ সেপ্টেম্বর।

সেখানে অনুমোদন পেলে ওয়ালটনের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে সাধারণ বিনিয়োগকারীরা ২৫ টাকা করে পাবেন; আর উদ্যোক্তা এবং পরিচালকরা ১৭ টাকা করে পাবেন।

লভ্যাংশের খবরের পর এ কোম্পানির শেয়ারের দাম কমেছে। মঙ্গলবার ঢাকার পুঁজিবাজারে ওয়ালটনের শেয়ার ১ টাকা ৪৭৪ টাকায় লেনদেন হয়েছিল; বুধবার তা কমে ১ হাজার ৪১৭ টাকা হয়েছে।

২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০২১ অর্থবছরে ওয়ালটন শেয়ার প্রতি ৫৪ টাকা ২১ পয়সা মুনাফা করে। তাদের শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ২০৮ টাকা ১৬ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ৩১ টাকা ৯৬ পয়সা।

তার আগের অর্থবছর তাদের শেয়ার প্রতি মুনাফা ছিল ২৪ টাকা ২১ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ১৫৯ টাকা ৯৪ পয়সা। শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ১৬ টাকা ৮১ পয়সা।

২০২০ অর্থবছরে ওয়ারটন ৭২৬ কোটি ৪৫ লাখ টাকা মুনাফা করেছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ২০ টাকা।

পুঁজিবাজারে এ কোম্পানির ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩টি শেয়ার আছে। এর মধ্যে ৯৯ দশমিক শূন্য ৩ শতাংশ আছে পরিচালকদের হাতে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে দশমিক ৩৭ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে দশমিক ১০ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে দশমিক ৫০ শতাংশ শেয়ার আছে।

ওয়াল্টনের বর্তমান বাজার মূলধন ৪৪ হাজার ৬৫১ কোটি ৬৪ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৩০২ কোটি ৯৩ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৭ হাজার ৬৩১ কোটি ৩৩ লাখ টাকা।

ওয়ালটনের নাম পরিবর্তন

নাম পরিবর্তনেরও ঘোষণা দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখন তাদের নাম হবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

জমি কনিবে ওয়ালটন

ঢাকার বসুন্ধরায় ১৭১ কোটি ৯০ লাখ টাকায় জমি কেনার সিদ্ধান্ত জানিয়েছে ওয়ালটনের পরিচালনা পর্ষদ।

বসুন্ধরার ব্লক আইতে ১০৮৮ নম্বর প্লটে ওই জমির পরিমাণ হবে ২৩৬ দশমিক ৩৬২৫ ডেসিমেল।