ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিও অনুমোদন

বীমা কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্সকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১৯ কোটির বেশি টাকা তোলার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 07:36 PM
Updated : 23 June 2021, 07:36 PM
বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউনিয়ন ইন্স্যুরেন্স ফিক্সড প্রাইস পদ্ধতিতে প্রতিটি ১০ টাকার এক কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯০৪টি শেয়ার পুঁজিবাজারে ছাড়বে।

এই টাকা দিযে ব্যাংকে ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর কেনা ও প্রাথমিক গণপ্রস্তাব খাতে ব্যয় করবে। 

এই বীমা কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড লিমিটেড।

২০০০ সালে প্রতিষ্ঠিত হয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি। ২০০০ সাল থেকে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

কোম্পানিটির চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু ও এর প্রধান নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন।

২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী তাদের শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৬ টাকা ২ পয়সা। শেয়ার প্রতি মুনাফা ৯৩ পয়সা।