নতুন বিনিয়োগের খবরে দাম বেড়েছে সিনোবাংলার

বাংলাদেশের পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৬ কোটি ৮১ লাখ টাকা বিনিয়োগ করে তাদের উত্পাদন ক্ষমতা বাড়াতে চায়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2021, 06:53 AM
Updated : 22 June 2021, 06:53 AM

মঙ্গলবার সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ তাদের এই সিদ্ধান্তের কথা ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে।  

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, তারা তাদের উত্পাদন ক্ষমতা মাসে আরও ১৫০ মেট্রিক টন বাড়াতে চায়।

এজন্য বিভিন্ন যন্ত্রপাতি এবং কাঁচামাল রাখার জায়গা বানাতে হবে। এসব করতে তাদের খরচ হবে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

এই টাকা তারা কিছুটা নিজেদের কাছ থেকে দিবে, বাকিটা ঋণ নেওয়া হবে।

এই খবরে কিছুটা দাম বেড়েছে সিনোবাংলা শেয়ারের। সোমবার সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হচ্ছিল ৫১ টাকা ১০ পয়সায়।

মঙ্গলবার বেলা সোয়া ১২টায় এই শেয়ারের দাম ২ টাকা ৪০ পয়সা বেড়ে ৫৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।

১৯৯৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০২০ সালে দুই কোটি ৬২ লাখ টাকা মুনাফা করে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে লভ্যাংশ দিয়েছে ৫০ পয়সা।

সিনোবাংলার মোট শেয়ার সংখ্যা এক কোটি ৯৯ লাখ ৯৬ হাজার ৬০০টি। এর মধ্যে ৩০ দশমিক ৬১ শতাংশ আছে পরিচালকদের হাতে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩ দশমিক ৮৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬৫ দশমিক ৫১ শতাংশ শেয়ার আছে।

সিনোবাংলার বর্তমান বাজার মূলধন ১০২ কোটি ১৮ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১৯ কোটি ৯৯ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ২১ কোটি ৩৭ লাখ টাকা।