বন্ড ছাড়তে চায় তিন প্রতিষ্ঠান

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি বন্ডের মাধ্যমে টাকা তোলার কথা জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2021, 01:52 PM
Updated : 16 June 2021, 01:52 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠান তিনটি হচ্ছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন এবং ঢাকা ব্যাংক।

বন্ড ছেড়ে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক তুলতে চায় ৭০০ কোটি টাকা।

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন নিতে চায় ৩০০ কোটি টাকা।  আর ঢাকা ব্যাংক বন্ডের মাধ্যমে তুলতে চায় ৪০০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অনুমতি দিলে তারা টাকা তুলতে পারবে।