বাজেটের দিন নতুন উচ্চতায় সূচক

২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণার দিন দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2021, 09:11 AM
Updated : 3 June 2021, 09:11 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩৪ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৬ হাজার ৫৩ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করছে।

এই সূচক ৩৯ মাসের মধ্যে বশি। এর আগে এরচেয়ে বেশি সূচক ছিল ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি। সেদিন সূচক ছিল ৬ হাজার ১০২ দশমিক ৩১ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১১১টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৬টির দর।

বৃহস্পতিবার ঢাকায় দুই হাজার ১৬৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে দুই হাজার ২৮৭ কোটি ৩৩ লাখ টাকা ছিল।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৩ দশমিক ১৭ পয়েন্টে।

আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৩ দশমিক ৫৯ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৯১ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৩৪ দশমিক ৪৪ পয়েন্টে।

সিএসইতে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৫৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৬১ কোটি ৩৬ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।