পুঁজিবাজার এখন ২টা পর্যন্ত খোলা

মহামারীর বিস্তার ঠেকানোর বিধিনিষেধের মেয়াদ বাড়লেও ব্যাংকে লেনদেনের সময়ের সঙ্গে মিলে রেখে পুঁজিবাজারে লেনদেনের সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2021, 11:47 AM
Updated : 23 May 2021, 11:47 AM

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে গত এপ্রিল থেকে বিধি-নিষেধ চলছে, রোববার তা আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেয় সরকার। তবে যান চলাচলসহ কিছু ক্ষেত্রে বিধি-নিষেধ শিথিল করা হয়।

এরপর বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে ব্যাংক আড়াইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়।

এরপর পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি জানায়, পুঁজিবাজারে লেনদেন এখন থেকে বেলা ২টা পর্যন্ত চলবে।

পুঁজিবাজার এতদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত খোলা ছিল।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল সরকার নানা বিধি-নিষেধ আরোপের পর ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেনের সময় কয়েক দফায় বদলেছে।