পুঁজিবাজারে আসছে প্রথম এসএমই কোম্পানি

দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো তালিকাভুক্ত হতে যাচ্ছে এসএমই খাতের একটি কোম্পানি। নিয়ালকো এলয়সকে বৃহস্পতিবার এ অনুমোদন দিয়েছে বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2021, 11:56 AM
Updated : 15 April 2021, 11:56 AM

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমই) খাতের কোম্পানিটি ১০ টাকা দামে ৭৫ লাখ শেয়ার বিক্রি করে পুঁজিবাজার থেকে সাড়ে সাত কোটি টাকার মূলধন উত্তোলন করবে।

বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিশন।

এ অনুমোদনের মাধ্যমে দেশের এসএমই খাতের কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তির পথ সুগম হলো। এতে করে স্বল্প মূলধনী কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণে অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন উত্তোলনের সুযোগ পাবে।

পুঁজিবাজারে এমন শেয়ার লেনদেনে পৃথক এসএমই বোর্ড চালুর সিদ্ধান্ত রয়েছে।

নিয়ালকো এলয়স লিমিটেডের এই আইপিও প্রচলিত পাবলিক অফার নয়। অর্থাৎ সব সাধারণ বিনিয়োগকারী এই শেয়ার কিনতে পারবেন না।

ক্ষুদ্র ও মাঝারি খাতের এসব কোম্পানিতে বিনিয়োগ সাধারণত ঝুঁকিপূর্ণ হয় বলে, এতে সবার বিনিয়োগের সুযোগ রাখা হয়নি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, শুধু যোগ্য বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এমন শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।

পাশাপাশি পুঁজিবাজারে যেসব দেশি বা বিদেশি ব্যক্তির বাজারমূল্যে অন্তত এক কোটি টাকার বিনিয়োগ আছে, তারা নিয়ালকো এলয়সের মতো এসএমই বোর্ডরে আইপিওতে বিনিয়োগ করতে পারবেন।

বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষুদ্র ও মাঝারি খাতকে দীর্ঘমেয়াদী অর্থায়নের সরকারি পরিকল্পনা বাস্তবায়নেই নিয়ালকো এলয়সকে টাকা তোলার অনুমোদন দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোম্পানিটি এ অর্থ দিয়ে ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

অনুমোদনের সময় নিয়ালকো এলয়সকে তালিকাভুক্তির পরের তিন বছর ‍বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে না দেওয়ার শর্ত দেওয়া হয়েছে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এমটিবি ক্যাপিটাল।

কেমন কোম্পানি নিয়ালকো এলয়স

প্রসপেক্টাস অনুযায়ী নিয়ালকো এলয়স ব্রোঞ্জ, পিতল, গান মেটালসহ আরো অনেক ধরনের পণ্য উৎপাদন করে।

কোম্পানিটি নিবন্ধন পায় ২০১১ সালের ২১ জুন, কাজ শুরু করে ২০১৫ সালে ৫ জুলাই।

নিয়ালকো এলয়সের চেয়ারম্যান গাজী মোকার্রম আলী চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন আহামেদ।

২০১৬ সালে মুনাফা করেছিল ১ লাখ ৬৮ হাজার, ২০১৭ সালে ৭ লাখ ৭ হাজার , ২০১৮ সালে ১৪ লাখ ৭০ হাজার, ২০১৯ সালে ১ কোটি ৯৬ লাখ এবং ২০২০ সালে ১ কোটি ৫১ লাখ টাকা।