আইডিএলসির ১৫% নগদ, ৫% স্টক লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসি বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2021, 04:48 AM
Updated : 1 April 2021, 04:48 AM

আইডিএলসির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ অনুমোদন করেছে।

আইডিএলসির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা ৫০ পয়সা করে পাবেন এবং প্রতি ১০০ শেয়ারে ৫টি করে শেয়ার পাবেন।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ, পরিচালক আতিকুর রহমান, নুরুল্লাহ চৌধুরী, মাহিয়া জুনেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. কামরুল হাসান, সৈয়দ শাহরিয়ার আহসান, স্বতন্ত্র পরিচালক নিয়াজ হাবিব ও মতিউল ইসলাম নওশাদ উপস্থিত ছিলেন বার্ষিক সাধারণ সভায়।

বুধবার আইডিএলসির শেয়ার পুঁজিবাজারে ৫১ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছিল।  

১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০১৭ অর্থবছরে আইডিএলসি মুনাফা করেছিল ২২৭ কোটি ৭১ লাখ টাকা, লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ৩ টাকা।

২০১৮ অর্থবছরে ২১৭ কোটি ১০ লাখ টাকা মুনাফা করে আইডিএলসি বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে ৩ টাকা ৫০ পয়সা লভ্যাংশ দেয়।

আর ২০১৯ অর্থবছরে এ কোম্পানি ১৬৯ কোটি ৯৯ লাখ টাকা মুনাফা দেখিয়েছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ৩ টাকা ৫০ পয়সা।

২০২০ অর্থবছরে ২৫৪ কোটি ৫ লাখ টাকা মুনাফা করে আইডিএলসি বিনিয়োগকারীদের প্রতি ১০০ শেয়ারে নতুন ৫টি শেয়ার লভ্যাংশ দেয় এবং প্রতি শেয়ারে ১ টাকা ৫০ পয়সা লভ্যাংশ দেয়।

পুঁজিবাজারে এ কোম্পানির ৩৯ কোটি ৫৯ লাখ ৩ হাজার ৩১৯টি শেয়ার আছে। এর মধ্যে ৫৬ দশমিক ৬৬ শতাংশ আছে পরিচালকদের হাতে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২১ দশমিক ৭৯ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে ১২ দশমিক ১২ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৯ দশমিক ৪৩ শতাংশ শেয়ার আছে।

আইডিএলসির বর্তমান বাজার মূলধন ২ হাজার ১৪১ কোটি ৮৩ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৩৯৫ কোটি ৯০ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ১ হাজার ১ কোটি ৮৮ লাখ টাকা।