পুঁজিবাজারে বড় দরপতন

বড় ধরনের দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2021, 12:05 PM
Updated : 24 March 2021, 12:05 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় দেড় শতাংশ বা ৮৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৩০ পয়েন্ট হয়েছে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই এক দশমিক ৫৭ শতাংশ বা ২৪৭ পয়েন্ট কমে হয়েছে ১৫ হাজার ৪২৪ পয়েন্ট।

এদিন লেনদেনের শুরু থেকেই সূচক নামতে শুরু করে। এই ধারা চলে লেনদেনের শেষ সময় পর্যন্ত।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে ২৩টির দর বেড়েছে, ২৩৬টির কমেছে, ৯৬টির দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রামের বাজারে ২২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৩৩টির দর বেড়েছে, ১৪৯টির কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার বাজারে এদিন ৫৮০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের তুলনায় ৮ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, রবি, লংকাবাংলা ফাইন্যান্স ও এনআরবিসি ব্যাংকের শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষে ছিল প্রিমিয়ার লিজিং, আজিজ পাইপস, ফারইস্ট ফাইন্যান্স, বিআইএফসি, আইসিবি অগ্রনিওয়ান। দর হারানোর শীর্ষে রয়েছে- ইজেনারেশন, লুব রেফ, বেক্সিমকো, মেঘনাপেট, এনআরবিসি ব্যাংক।