বারাকা পতেঙ্গার আইপিও অনুমোদন

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২২৫ কোটি টাকা তোলার অনুমতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2021, 06:30 PM
Updated : 5 Jan 2021, 06:30 PM

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে টাকা তুলবে। এখন নিলামের মাধ্যমে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের শেয়ারের দাম ঠিক হবে।

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড বিএসইসিকে জানিয়েছে, ওই টাকা দিয়ে তারা তাদের সহযোগী দুই প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে, ব্যাংক নেওয়া ঋণ পরিশোধ করবে এবং আইপিওর খরচ বহন করবে।

বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের দুটি সহযোগী প্রতিষ্ঠান আছে। কর্ণফুলী পাওয়ার লিমিটেড এবং বারাকা শিকলাবাহা পাওয়ার লিমিটেড।

বারাকা পতেঙ্গা পাওয়ারের আইপিওর ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

২০১১ সালে প্রতিষ্ঠিত হয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। ২০১৪ সাল থেকে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

কোম্পানিটির চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী এবং এর ব্যবস্থাপনা পরিচালক মনজুর কাদির শরিফ।

২০২০ সালের ৩০ জুনের আর্থিক প্রতিবেদন অনুযায়ী তাদের মোট সম্পদের পরিমাণ ২ হাজার ৬৭ কোটি ৮৭ লাখ টাকা।

২০১৯-২০ অর্থ বছরে কোম্পানিটি সম্মিলিতভাবে মুনাফা করেছে ৬৭ কোটি ৩৯ লাখ টাকা, যা আগের অর্থবছরের দ্বিগুণের বেশি।