২২ মাসের সর্বোচ্চ অবস্থানে ডিএসই সূচক

নতুন বছরের দ্বিতীয় লেনদেন দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক পৌঁছেছে ২২ মাসের সর্বোচ্চ পর্যায়ে, লেনদেন ছাড়িয়েছে গেছে ২১ শ কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2021, 11:51 AM
Updated : 4 Jan 2021, 11:51 AM

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৩ দশমিক ৩৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৫ হাজার ৬৫২ দশমিক ৩৩ পয়েন্ট হয়েছে।

ডিএসইএক্স এর ঘরে এর আগে এর চেয়ে বেশি পয়েন্ট ছিল ২০১৯ সালের ১৩ মার্চ। সেদিন সূচক ছিল ৫ হাজার ৬৫৩ দশমিক ২২ পয়েন্টে।

ঢাকার বাজারে এদিন ২ হাজার ১৯৩ কোটি ১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। রোববার লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ টাকা।

এর আগে ২০২০ সালের ২৮ জুন ঢাকার পুঁজিবাজারে ২ হাজার ৫৪৩ কোটি ২৫ লাখ টাকা লেনেদেন হয়েছিল। সেদিন গ্লাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশের ৯৮ লাখ ৭৫ হাজার ১৪৪টি শেয়ার ইউনিলিভার ওভারসিজ হোল্ডিংস বিভির কাছে হস্তান্তরের ফলে মন্দার পুঁজিবাজারে হঠাৎ উল্লম্ফন দেখা দিয়েছিল।

তার চেয়ে বেশি লেনদেন হয়েছিল সর্বশেষ ২০১০ সালের ৬ ডিসেম্বর। সেদিন ২ হাজার ৭১০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল ঢাকার বাজারে। 

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৫৭টির দর বেড়েছে, ১৪২টির কমেছে; আর অপরিবর্তিত রয়েছে ৬৩টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ১০৭ দশমিক ২১ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ বেড়ে ১৬ হাজার ৩৭২ পয়েন্টে পৌঁছেছে।

সিএসইতে ৮১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন, যা আগের দিন ৬৭ কোটি ২৭ লাখ টাকা ছিল।

এ বাজারে লেনদেন হওয়া ২৯১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৪৭টির দর বেড়েছে, ১০৪টির কমেছে এবং ৪০টির দর অপরিবর্তিত রয়েছে।