সূচক বেড়েছে দুই পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2020, 10:39 AM
Updated : 29 Dec 2020, 10:40 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ১৪ দশমিক ২৪ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৫৮ দশমিক ২৬ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ১ হাজার ৩৮৩ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ১ হাজার ৩৪৬ কোটি ৯৮ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে ১৩০টির দর বেড়েছে, ১৬৮টির কমেছে, আর অপরিবর্তিত রয়েছে ৬৫টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৬৭ দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ বেড়ে ১৫ হাজার ৪৭৫ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ৪২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ৪৭ কোটি ১১ লাখ টাকা ছিল।

সিএসইতে লেনদেন হয়েছে ২৮৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে ১০৬টির দর বেড়েছে, ১১৭টির কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।