সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন সূচক ও লেনদেন বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2020, 10:55 AM
Updated : 13 Dec 2020, 10:55 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ বেড়ে ৫ হাজার ১২৬ দশমিক ৪৩ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ১০০৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৯৩৬ কোটি ৫৮ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৪১টির দর বেড়েছে, ১৫৩টির কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৮৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে বা দশমিক ৫৭ শতাংশ বেড়ে ১৪ হাজার ৬৮৬ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ৩৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩৪ কোটি ৯৮ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ২৭৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১০১টির দর বেড়েছে, ১২২টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।