সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন সূচক কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2020, 10:19 AM
Updated : 8 Dec 2020, 10:19 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক শূন্য ৭ শতাংশ কমে ৫ হাজার ৪৯ দশমিক ৮০ পয়েন্ট হয়েছে।

এ বাজারে ৭১৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৮৪৮ কোটি ১২ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১২৭টির দর বেড়েছে, ১৩৬টির কমেছে এবং ৯২টির দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ২৩ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ কমে ১৪ হাজার ৪৭২ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ৩২ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন, যা আগের দিন ৪৩ কোটি ৯১ লাখ টাকা ছিল।

লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৯৮টির দর বেড়েছে, ১০৩টির কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।