সূচক বেড়েছে দুই বাজারে

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2020, 10:54 AM
Updated : 7 Dec 2020, 10:54 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯ দশমিক ১০ পয়েন্ট বা দশমিক ৫৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৩ দশমিক ৪৯ পয়েন্ট হয়েছে।

এ বাজারে মোট ৮৪৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৮৪৩ কোটি ৮০ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৭২ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক দশমিক ৫০ শতাংশ বেড়ে ১৪ হাজার ৪৯৭ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ৪৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৪ কোটি ৬১ লাখ টাকা।

লেনদেন হওয়ার ২৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ৯৮টির দর বেড়েছে, ১১৫টির কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।