নতুন মিউচুয়াল ফান্ড আনছে এইমস অব বাংলাদেশ

বাংলাদেশের পুঁজিবাজারে নতুন মিউচুয়াল ফান্ড আনার সিদ্ধান্ত নিয়েছে এইমস অব বাংলাদেশ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2020, 01:32 PM
Updated : 6 Dec 2020, 01:32 PM

রোববার সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগে অনুপ্রাণিত হয়ে ‘এইমস রেজারেকশন মিউচুয়াল ফান্ড’ নামে নতুন ফান্ড গঠন ও বাজারজাতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তাবিত ফান্ডটিতে বিভিন্ন আকার ও বৈশিষ্ট্যের একাধিক বেমেয়াদি ও মেয়াদি স্কিম থাকবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে ২০২১ সালের প্রথম প্রান্তিক থেকে নিয়মিত বিরতিতে এসব ফান্ড ছাড়া হবে।

ফান্ডটির একক উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে থাকবে এইমস অব বাংলাদেশ লিমিটেড।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হবে ট্রাস্টি এবং ব্র্যাক ব্যাংক হেফাজতকারীর ভূমিকা পালন করবে।

এইমস অব বাংলাদেশ লিমিটেড বর্তমানে তালিকাভুক্ত গ্রামীণ ও রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যাবস্থাপকের দায়িত্বে রয়েছে।

বাংলাদেশে ১৯৯৯ সালে প্রথম বেসরকারি মিউচুয়াল ফান্ড প্রবর্তনকারী প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশ লিমিটেড।