সূচক বেড়েছে দুই বাজারে

সপ্তাহের শেষ দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2020, 09:54 AM
Updated : 3 Dec 2020, 09:54 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩৯ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৭৪ দশমিক ৮৩ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে বৃহস্পতিবার ৮১৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৮৪১ কোটি ৮ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ৭৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৯৩টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৩৫ দশমিক ৫৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭২৭ দশমিক ১৩ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১১১ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৭০ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭৯ শতাংশ বেশি।

সিএসইতে ২৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৪ কোটি ১০ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর।