সপ্তাহের শেষ দিন সূচকে উন্নতি

সপ্তাহের শেষ দিন সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2020, 11:20 AM
Updated : 12 Nov 2020, 11:20 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের ২১ দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৯০৫ দশমিক ০৩ পয়েন্ট হয়েছে।

এ বাজারে বৃহস্পতিবার ৯৮৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৯৭৫ কোটি ২৭ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১২০টির; ৮৭টির দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ৬০ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ বেড়ে ১৪ হাজার ৬৭ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ২৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৯ কোটি ২৭ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির দর।