১০০ কোটি টাকার নতুন মিউচুয়াল ফান্ড আসছে

ক্যান্ডেল স্টোন রুপালী ব্যাংক গ্রোথ ফান্ড নামে ১০০ কোটি টাকার নতুন একটি মিউচুয়াল ফান্ড আসছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 02:56 PM
Updated : 11 Nov 2020, 02:56 PM

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত কমিশন সভায় ফান্ডটি অনুমোদন পায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ক্যান্ডেল স্টোন রুপালী ব্যাংক গ্রোথ ফান্ডের ১০০ কোটি টাকার মধ্যে ১৫ কোটি টাকা দেবে উদ্যোক্তারা। বিনিয়োগকারীদের কাছে প্রতি ইউনিট ১০ টাকায় বিক্রি করে বাকি ৮৫ কোটি টাকা ইউনিট সংগ্রহ করা হবে।

এই ১০০ কোটি টাকা দিয়ে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে এবং অনুমোদিত বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করবে ক্যান্ডেল স্টোন রুপালী ব্যাংক গ্রোথ ফান্ড। সেখান থেকে প্রাপ্ত মুনাফা বিনিয়োগকারীদের দেওয়া হবে।

ফান্ডটির উদ্যেক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে ক্যান্ডেল স্টোন ইনভেস্টমেন্ট পার্টনার্স লিমিটেড।

এই ফান্ডের ট্রাস্টি  ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংক লিমিডেট।