অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দেওয়া সহজ হলো

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দেওয়া সহজ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2020, 03:05 PM
Updated : 1 Nov 2020, 03:05 PM

এখন থেকে অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা ও বিতরণ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রান্তিকের আর্থিক বিবরণীর নিরীক্ষা করার প্রয়োজন হবে না।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে

অর্থাৎ আগের বছরের আর্থিক বিবরণী নিরীক্ষিত থাকলেই প্রথম তিন মাসে, ছয় মাসে ও নয় মাসে অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেওয়া যাবে। তার জন্য সংশ্লিষ্ট প্রান্তিকের আর্থিক বিবরণীর নিরীক্ষার প্রয়োজন হবে না।

তবে অন্যান্য সিকিউরিটিজ আইন পালন করে এবং সব ধরনের প্রভিশন সংক্ষণ করার পর কোম্পানির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সাথে প্রান্তিকের প্রতিবেদন সমন্বয়ের পর পুঞ্জীভূত মুনাফা থাকতে হবে।