৩ কোম্পানির আর্থিক বিবরণী প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2020, 01:01 PM
Updated : 27 Oct 2020, 01:01 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জেরে (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড

বাংলাদেশের পুঁজিবাজারে ব্যাংকবহির্ভূত আর্থিক খাতে তালিকাভুক্ত লংকা বাংলা ফাইন্যান্স ২০২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর) প্রতি শেয়ারে ৭৪ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের দশমিক শূন্য ২ পয়সা লোকসান হয়েছিল।

নয় (জানুয়ারি-সেপ্টম্বর) মাসে এ কোম্পানির প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৮৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ৪৮ পয়সা ছিল।

ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স

ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স লিমিটেড ২০২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর) প্রতি শেয়ারে ১ টাকা ৭৯ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের ১ টাকা ৫৩ পয়সা মুনাফা হয়েছিল।

নয় (জানুয়ারি-সেপ্টম্বর) মাসে এ কোম্পানির প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৩ টাকা ৫৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ৫ টাকা ৩২ পয়সা ছিল।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড

বীমা খাতের প্রতিষ্ঠান সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড ২০২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টম্বর) প্রতি শেয়ারে ৫০ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের ৩২ পয়সা মুনাফা হয়েছিল।

নয় (জানুয়ারি-সেপ্টম্বর) মাসে এ কোম্পানির প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৭৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ৯৩ পয়সা ছিল।