সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের পুঁজিবাজারে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2020, 11:07 AM
Updated : 27 Oct 2020, 11:07 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের ২৪ দশমিক ০৫ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ কমে ৪ হাজার ৮৬৭ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে ১ হাজার কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৮৫৫ কোটি ৯৬ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, আর কমেছে ২০৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৬টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৩ দশমিক ০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৭৫ দশমিক ৪১ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪১ দশমিক ৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯০০ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ২৯ শতাংশ কম।

সিএসইতে ৩১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৪ কোটি ৫ লাখ টাকা।

এসইতে লেনদেন হয়েছে ২৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর।

সপ্তাহের প্রথম দিন রোববার লেনদেন হয়। তারপর সরকারি ছুটি থাকায় সোমবার বন্ধ ছিল লেনদেন।