৭ কোম্পানি ও ১ মিউচুয়াল ফান্ডের লাভ-ক্ষতির তথ্য প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানি এবং একটি মিউচুয়াল ফান্ড তাদের বিভিন্ন প্রান্তিকের মুনাফার তথ্য প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2020, 04:58 PM
Updated : 22 Oct 2020, 04:58 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ২০২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতি শেয়ারে ৭৩ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের ৭০ পয়সা মুনাফা হয়েছিল।

নয় (জানুয়ারি-সেপ্টেম্বর) মাসে এ কোম্পানির প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ১ টাকা ৭০ পয়সা ছিল।

আইপিডিসি ফাইন্যান্স: ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ২০২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতি শেয়ারে ৫০ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের ৩৯ পয়সা মুনাফা হয়েছিল।

নয় (জানুয়ারি-সেপ্টম্বর) মাসে এ কোম্পানির প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ১ টাকা ৪২ পয়সা ছিল।

সিঙ্গার বাংলাদেশ: প্রকৌশল খাতের প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ২০২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতি শেয়ারে ৪ টাকা ৫৯ পয়সা মুনাফা দেখিয়েছে।আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের ৪ টাকা ৪১ পয়সা মুনাফা হয়েছিল।

নয় (জানুয়ারি-সেপ্টেম্বর) মাসে এ কোম্পানির প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৬ টাকা ৫০ পয়সা, যা আগের বছর একই সময়ে ৯ টাকা ৫৪ পয়সা ছিল।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: বিমা খাতের প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ২০২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতি শেয়ারে ৩৪ পয়সা মুনাফা দেখিয়েছে।আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের ১৫ পয়সা মুনাফা হয়েছিল।

নয় (জানুয়ারি-সেপ্টম্বর) মাসে এ কোম্পানির প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ১ টাকা ৩৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ১ টাকা ৯৭ পয়সা ছিল।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো: খাদ্য খাতের প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২০২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতি শেয়ারে ১৫ টাকা ১০ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের ১৪ টাকা ৯৭ পয়সা মুনাফা হয়েছিল।

নয় (জানুয়ারি-সেপ্টেম্বর) মাসে এ কোম্পানির প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৪৮ টাকা ৪৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ৩৫ টাকা ৯৫ পয়সা ছিল।

গ্লোবাল ইন্স্যুরেন্স: বিমা খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স ২০২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ১ টাকা ৫ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের ৫২ পয়সা মুনাফা হয়েছিল।

বাটা সু: চামড়া খাতের প্রতিষ্ঠান বাটা সু কোম্পানি ২০২০ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতি শেয়ারে ৩৭ টাকা ৫৫ পয়সা লোকসান দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের ৩ টাকা ৫৬ পয়সা মুনাফা হয়েছিল।

নয় (জানুয়ারি-সেপ্টম্বর) মাসে এ কোম্পানির প্রতি শেয়ারে লোকসান হয়েছে ৮৯ টাকা ২৩ পয়সা, যা আগের বছর একই সময়ে ২৩ টাকা ৫১ পয়সা মুনাফা ছিল।

রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড: মিউচুয়াল ফান্ড খাতের রিলায়েন্স ওয়ান ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতি শেয়ারে ১ টাকা ৭৫ পয়সা মুনাফা দেখিয়েছে।আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের ১ টাকা ১৭ পয়সা মুনাফা হয়েছিল।