সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন সূচক কমলেও লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2020, 11:19 AM
Updated : 13 Oct 2020, 11:19 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৩৯ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে মঙ্গলবার ৫৮৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ৬৯৪ কোটি ৪৯ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, আর কমেছে ৯৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৭৩টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০৩ দশমিক ৭৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৪৯ দশমিক ১৯ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৯০ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮৩৭ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৬৬ শতাংশ বেশি।

সিএসইতে ২২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৬ কোটি ৪ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।