জিএসপি ফাইন্যান্সের মুনাফা কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স চলতি বছেরের প্রথম দুই প্রান্তিকের মুনাফা আগের চেয়ে কম দেখিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2020, 11:45 AM
Updated : 27 Sept 2020, 11:45 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।   

জিএসপি ফাইন্যান্স লিমিটেড ২০২০ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ারে ৩৩ পয়সা মুনাফা দেখিয়েছিল। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা হয়েছিল ৩৮ পয়সা।

জিএসপি ফাইন্যান্স লিমিটেড ২০২০ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) প্রতি শেয়ারে ৪১ পয়সা মুনাফা দেখিয়েছে। আগের বছর একই সময়ে প্রতি শেয়ারে তাদের মুনাফা ছিল ৪৫ পয়সা।

ছয় (জানুয়ারি-জুন) মাসে তাদের প্রতি শেয়ারে মুনাফা হয়েছে ৭৪ পয়সা, যা আগে ৮৩ পয়সা মুনাফা ছিল।

জিএসপি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার রোববার ঢাকার পুঁজিবাজারে ১৯ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছিল। মুনাফা কমার খবরে শেয়ারের দাম কমেছে। আগের দিন শেয়ারটি ১৮ টাকায় লেনদেন হচ্ছিল।

২০১৭ অর্থবছরে জিএসপি ফাইন্যান্স লিমিটেড মুনাফা করেছে ৩২ কোটি টাকা ২২ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি ১০০ শেয়ারে ২৩ দশমিক ৫০টি নতুন শেয়ার।

২০১৮ অর্থবছরে জিএসপি ফাইন্যান্স লিমিটেড মুনাফা করেছে ৩১ কোটি টাকা ৫ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি শেয়ারে ১ টাকা ৮০ পয়সা।

২০১৯ অর্থবছরে জিএসপি ফাইন্যান্স লিমিটেড মুনাফা করেছে ১৮ কোটি টাকা ৮১ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি ১০০ শেয়ারে সাড়ে ১০ টি নতুন শেয়ার।

পুঁজিবাজারে এ কোম্পানির ১৪ কোটি ২১ লাখ ৪৩ হাজার ৫১৬টি শেয়ার আছে।

এর মধ্যে ৩৫ দশমিক ৫১ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২ দশমিক ২৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ২ দশমিক ৭৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪০ দশমিক শূন্য ১৮ শতাংশ শেয়ার আছে।

জিএসপি ফাইন্যান্স লিমিটেডের বর্তমান বজার মূলধন ২৫৫ কোটি ৮৫ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১৪২ কোটি ১৪ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ১৪৮ কোটি ৫৪ লাখ টাকা।