সূচক কমলেও লেনদেন বেড়েছে

সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক সামান্য কমেছে, তবে লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2020, 11:18 AM
Updated : 27 Sept 2020, 11:18 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ কমে ৪ হাজার ৯৭১ দশমিক ৬১ পয়েন্টে অবস্থান নিয়েছে।

এ বাজারে ১ হাজার ৩৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ৮৮০ কোটি ৫২ লাখ টাকা ছিল।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ২১০টির, আর অপরিবর্তিত রয়েছে ৪১টির।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২১ দশমিক ৫৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ দশমিক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৯০ দশমিক ৭৮ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৩ দশমিক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ১৮৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ১৬ শতাংশ কম।

সিএসইতে ৩১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৭ কোটি ৪৬ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৯০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।