শেয়ার কারসাজি: এক ব্যক্তিকে ১০ লাখ টাকা জরিমানা

কারসাজি করে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2020, 02:54 PM
Updated : 24 Sept 2020, 02:54 PM

বুধবার বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. এ কে এম কবির আহমেদ নামের ওই ব্যক্তিকে জরিমানা করার পাশাপাশি একটি ব্রোকারেজ হাউজ এবং দুই ব্যক্তি ও দুই ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তদন্ত করে শেয়ার কারসাজির বিষয়টি উদঘাটন করে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত লিগেসি ফুটওয়্যার লিমিটেড, কুইন্স সাউথ টেক্সটাল মিলস লিমিটেড এবং বাংলাদেশ অটোকারস লিমিটেডের শেয়ার লেনদেনে অনিয়মের তদন্ত করতে গিয়ে ডিএসই দেখতে পায় কবির আহমেদ এর সঙ্গে জড়িত।

আর এ কাজে তাকে ‘সহযোগিতা’ করেছে ব্রোকারেজ হাউজ এম সিকিউরিটিজ, আব্দুল কাইয়ুম ও মিসেস লুত্ফুন নেসা নামের দুই ব্যক্তি এবং আলিফ টেক্সটাইল লিমিটেড এবং মেসার্স কাইয়ুম অ্যান্ড সন্স নামের দুটি কোম্পানি।

তাদের মধ্যে কবির আহমেদকে ১০ লাখ টাকা জরিমানা করে বাকিদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে বিএসইসি।