এনআরবি ইকুইটি ম্যানেজমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা

গ্রাহকের তথ্য যাচাই না করেই সাড়ে পাঁচশ অ্যাকাউন্ট খোলায় মার্চেন্ট ব্যাংক এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2020, 04:19 AM
Updated : 17 Sept 2020, 04:19 AM

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সেখানে বলা হয়, একজন গ্রাহক এ বিষয়ে অভিযোগ করলে কমিশনের সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অফ ইন্টারমিডিয়ারিস (এসআরআই) শাখা তদন্ত শুরু করে। সেই তদন্তে এনআরবি ইকুইটির নিয়ম লঙ্ঘনের বিষয়টি বেরিয়ে আসে।

সেখানে দেখা যায়, এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড গ্রাহকদের তথ্য যাচাই না করে ৫৫১টি অ্যাকাউন্ট খুলে আইন ভেঙেছে। আবার নিয়ম অনুযায়ী স্বতন্ত্র হিসাব না খুলে এক বিও অ্যাকাউন্টের বিপরীতে ৩০৭টি হিসাব পরিচালিত করেছে।  

বিএসইসি বলছে, এক মাসের মধ্যে জরিমানার ১০ লাখ টাকা না দিলে এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের সনদ বাতিল করা হতে পারে।

অভিযোগকারী গ্রাহক মো. সবুজ হাওলাদারের বিরুদ্ধেও বেআইনিভাবে হিসাব খোলার প্রমাণ পাওয়া গেছে এসআরআই এর তদন্তে।

এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ২০১৪ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সনদ পায়।

বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান চৌধুরী এ কোম্পানির চেয়ারম্যান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক শাহজাহান মিনা উপদেষ্টা হিসেবে আছেন।