ডিএসইতে লেনদেনের সঙ্গে সূচকও বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে প্রায় ২২ শতাংশ; সঙ্গে বেড়েছে সূচক।  

জ্যেষ্ঠ প্রতেবদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2020, 09:58 AM
Updated : 8 Sept 2020, 11:16 AM

মঙ্গলবার ডিএসইতে হাতবদল হয়েছে ১১৯০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইইনিট। এই অংক আগের দিনের চেয়ে ২১৪ কোটি বা ২১ দশমিক ৯২ শতাংশ বেশি।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন দশমিক ৩৮ শতাংশ বা ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭৮ পয়েন্ট হয়েছ। ।

ডিএসই সূচক সর্বশেষ এরচেয়ে ভালো অবস্থায় ছিল ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর; সেদিন সূচক ছিল ৫ হাজার পয়েন্টের ঘরে।

সূচক বাড়লেও এ বাজারে অধিকাংশ শেয়ারের দাম কমেছে। লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৫৬টির দর বেড়েছে, ১৬৮টির কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে লেনেদেনের শীর্ষে ছিল- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং, ওরিয়ন ফার্মা ও ব্র্যাক ব্যাংক।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল- ফেকডিল, এডিএন টেলিকম, রানার অটো, আমরা নেটওয়ার্ক ও ইন্টারন্যাশনাল লিজিং।

আর সবচেয়ে বেশি দর হারিয়েছে জুট স্পিনার্স, প্রগতি লাইফ, জিলবাংলা, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফার্ম ও সাভার রিফ্র্যাক্টোরিজ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন দশমিক ৩৮ শতাংশ বেড়ে ১৪ হাজার ২১৯ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ৩৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে, যা আগের দিন ছিল ৩১ কোটি ২৪ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ২৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৩৫টির দর বেড়েছে, ১০৫টির দর কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।