ডিএসইতে সূচক বেড়েছে ১.৫%

সপ্তাহের চতুর্থ দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2020, 10:09 AM
Updated : 19 August 2020, 10:09 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭০ দশমিক ৫৮ পয়েন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৯০ দশমিক ৬৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ১ হাজার ১৪৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ৫২ কোটি ৪৯ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, আর কমেছে ১৬৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৪ দশমিক ৪০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩৫ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৪৪ দশমিক ৪৫ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২২১ দশমিক ৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৭১৩ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।

সিএসইতে ৩৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ২৮ কোটি ৫৬ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হয়েছে ২৮২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।