সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিন সূচক কমেছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2020, 12:25 PM
Updated : 17 August 2020, 12:25 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৪ দশমিক ৪৫ পয়েন্ট বা ১ দশমিক ৫৩ শতাংশ কমে ৪ হাজার ৭৮৫ দশমিক ০৪ পয়েন্ট হয়েছে।

রোববার এ বাজারের সূচক উঠেছিল ৪ হাজার ৮৫৯ পয়েন্টে, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে বেশি।

ডিএসইতে সোমবার ১ হাজার ৪০৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিন ১ হাজার ৩৫১ কোটি ৩৩ লাখ টাকা ছিল।

লেনদেনের এই পরিমাণ প্রায় ৩৪ মাসের মধ্যে বেশি। এর আগে এর চেয়ে বেশি লেনদেন ছিল ১৯ সেপ্টেম্বের ২০১৭। সেদিন ১ হাজার ৫০৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

এর মধ্যে গত ২৮ জুন ঢাকায় লেনদেনের পরিমাণ ছিল দুই হাজার ৫৪৩ কোটি টাকা; কিন্তু সেদিনের লেনদেনকে এই হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ সেদিন গ্লাক্সোস্মিথক্লাইনের মালিকানা হাত বদল হয়, যার পরিমাণ ছিল প্রায় দুই হাজার ৩০০ কোটি টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ২২৮টির এবং ১০টির দর অপরিবর্তিত রয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সোমবার আগের দিনের তুলনায় ১৮৩ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৩২ শতাংশ কমে ১৩ হাজার ৬৭২ পয়েন্ট হয়েছে।

সিএসইতে ৩১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৪৬ কোটি ৫ লাখ টাকা।

এ বাজারে হাতবদল হওয়া ২৯০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।