নিস্তেজ পুঁজিবাজারে কমেছে লেনদেন

সপ্তাহের চতুর্থ দিন বিপরীতমুখী মূল্য সূচকের সামান্য উঠানামার মধ্য দিয়ে দিন পার করেছে বাংলাদেশের দুই শেয়ারবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 10:49 AM
Updated : 15 July 2020, 10:49 AM

বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ কমে ৪ হাজার ৭৯ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৫০ দশমিক ২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫ দশমিক ০৮ পয়েন্টে।

ডিএসইতে বুধবার ২৬৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কর্মদিবসে ছিল ২৮৯ কোটি ৩১ লাখ টাকা।

হাতবদল হওয়া ৩৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, আর কমেছে ৬৪টির। আর অপরিবর্তিত রয়েছে ২০৬টির দর।

এদিকে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১১ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬১২ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ০৯ শতাংশ বেশি।

সিএসইতে ১০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ১৭ কোটি ৬৩ লাখ টাকা।

হাতবদল হওয়া ১৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৫টির দর।